শিরোনাম
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানবতা ছাড়া রাজনীতি হয় না

-আ ক ম মোজাম্মেল হক

মানবতা ছাড়া রাজনীতি হয় না

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালে মানবতাকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছি। আগে মানবতা পরে রাজনীতি। মানবতা ছাড়া রাজনীতি হয় না। মন্ত্রী বলেন, করোনার সময় দলীয় কার্যক্রম ব্যাপক আকারে হয়নি। কেবল ত্রাণ বা সাহায্য-সহযোগিতা করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ ছিল, মানুষের পাশে দাঁড়ানো। নিজের উদ্যোগে ত্রাণ দেওয়া। সরকারি ত্রাণ যাতে মানুষ যথাযথভাবে পায় সে ব্যাপারে সহযোগিতা করা। তিনি বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী সম্পৃক্ত করেই আমাদের সব কার্যক্রম চালিয়েছি। আমরা মানুষের চাহিদা পূরণ করতে পেরেছি। তিনি বলেন, করোনার সময় রাজনীতি একটু কষ্টকর ছিল। আমাদের বহু নেতা-কর্মী মৃত্যুবরণ করেছে, কাছের মানুষ মৃত্যুবরণ করেছে। সেটা নিঃসন্দেহে বেদনাদায়ক। মন্ত্রী বলেন, করোনাকালীন মানুষ অসহায় এবং কাজ-কর্মহীন হয়ে যায়। যারা কাজ করে খেত তাদের কাজের সুযোগ বন্ধ হয়ে যায়। কাজেই তাদের ব্যাপারে সরকার অত্যন্ত মানবিকভাবে চিন্তা-ভাবনা করে। তিনি বলেন, এ সময় সরকারি সহায়তা প্রচুর ছিল। আমাদের দলীয়ভাবে, ব্যক্তিগত উদ্যোগে সব একত্র করে প্রত্যেক উপজেলার প্রতিটি ওয়ার্ডে ২/৩ বার করে আমরা ত্রাণ দিয়েছি। চাল, ডাল, আলু, তেল, মাস্ক, হ্যান্ডগ্লাভস ইত্যাদি নিজেদের উদ্যোগে, দলীয় উদ্যোগে বিতরণ করেছি। মন্ত্রী বলেন, সবক্ষেত্রেই আমরা স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করেছি। মাস্ক ব্যবহার করে, হাতে গ্লাভস পরে, দূরত্ব বজায় রেখে অর্থাৎ স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলা হয়েছে।

সর্বশেষ খবর