বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেতাদের সামাজিক দায়বদ্ধতা সন্তোষজনক

-এম এ বারী

নেতাদের সামাজিক দায়বদ্ধতা সন্তোষজনক

গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী বলেছেন, করোনাকালে গাজীপুরে দুস্থ কর্মহীন দিনমজুর খেটে খাওয়া মানুষের মানবতার সেবায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজসেবী মানবিক দায়িত্ববোধ থেকে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেতৃবৃন্দ এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে তাদের সাহস জুগিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। সাধ্যমতো মাস্ক স্যানিটাইজার বিতরণ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড স্থবির থাকলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গাজীপুর সিটি করপোরেশন মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। এম এ বারী বলেন, করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে এক মূর্তিমান আতংক হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষত পোশাকশিল্প অধ্যুষিত গাজীপুরে পোশাক শ্রমিক, নিম্ন আয়ের মানুষজন নিদারুণ কষ্টে দিনাতিপাত করতে থাকে। এ ধরনের পরিস্থিতিতে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সমগ্র এলাকা বিচরণ করে তিনি সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ছাড়া গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান এলাকার দুস্থ ও খেটেখাওয়া মানুষের কল্যাণে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করে মানবদরদি নেতার পরিচয় দিয়েছেন। মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শিক্ষাবিদ প্রফেসর এম এ বারী বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি গাজীপুর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, মহানগর সভাপতি হাসান উদ্দিন সরকার ব্যক্তিগত ও দলীয় কর্মীদের মাধ্যমে জেলা ও মহানগরের বিভিন্ন স্থানে গরিব মানুষের মাঝে সামাজিক দায়িত্ববোধ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়া গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম করোনাকালে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

সর্বশেষ খবর