বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সূচকের বড় পতন কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের ধারাবাহিকতায় গতকালও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর প্রধান সূচক ফের পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।

ডিএসইতে লেনদেন সূচকের পতন দিয়ে শুরু হয়। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। প্রথম ১০ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৪০ পয়েন্ট কমে যায়। দিন শেষে  ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে চার হাজার ৯৭০ পয়েন্টে নেমে গেছে। আগের দিন সোমবার সূচক ৭৬ পয়েন্ট কমে। ডিএসইতে অংশ নেওয়া ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ২৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। বাজারে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৯২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৩০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১১৬ টাকা ৮০ পয়সা। দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক। তৃতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল- বেক্সিমকো, রূপালী ইন্স্যুরেন্স, সিঙ্গার বাংলাদেশ, নিটল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বিডি ফাইন্যান্স, নিটল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল এবং বিডি ফাইন্যান্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। দাম কমেছে ২০০টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর