বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

আসল এসপির কাছে ভুয়া এসপি ধরা

নীলফামারী প্রতিনিধি

অবশেষে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) মোখলেছুর রহমানের কাছে ধরা খেয়েছেন ভুয়া এসপি মোস্তাফিজুর রহমান বাবু ওরফে নীরব। ৬৮ জনের কাছ থেকে বিকাশে টাকা আদায়ের পর এসপি মোখলেছুর রহমানের নাম ভাঙানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। নীরব নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে চট্টগ্রাম জেলার মধ্যম হালিশহর মাইজপাড়ায় বসবাস করেন। গতকাল নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নীরবের কুকীর্তি তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। এ সময় তিনি বলেন, আমার নিজস্ব ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে ভুয়া অ্যাকাউন্ট খুলেন নীরব। একপর্যায়ে আমার নাম ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টাকালে সোমবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের শুঁটকির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তারই চাচাতো বোন সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয় দিনাজপুরের কাহারোল এলাকার রামচন্দ্রপুর থেকে। এসপি বলেন, প্রতারক নীরব ডিআইজি ও বিভিন্ন জেলার এসপির নামে ভুয়া আইডি খুলে সরকারের বিরুদ্ধে কুরুচি পূর্ণ মন্তব্য, দেশদ্রোহী কমেন্ট, লাইক শেয়ার করা এমন ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে মামলা থেকে রক্ষার কথা বলে টাকা আদায় করতেন। তার এই কাজে সহায়তা করতেন চাচাতো বোন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সুফিয়া বেগম। বিকাশে টাকা আদায়ে সুফিয়ার ০১৩০১১৭৭৯৩০ নম্বরটি ব্যবহার করা হতো। সেই টাকা তারা দুজনে ভাগ করে নিতেন। নীরব ভোলায় এক এসআইর ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলেন। এ নিয়ে মামলা হলে ২৩ মাস জেল খেটে বের হলে পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এসপি বলেন, বাড়ি থেকে বের হয়ে আবারও নতুন ভাবে ভুয়া আইডি খুলে প্রতারণা শুরু করেন তিনি। বিভিন্ন জনের কাছ থেকে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। প্রাথমিকভাবে ৬৮ জনের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা আদায়ের তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ খবর