বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অন্যরকম

স্ত্রীর স্বপ্ন পূরণে ১৬ লাখ টাকার হাতি উপহার

লালমনিরহাট প্রতিনিধি

স্ত্রীর স্বপ্ন পূরণে ১৬ লাখ টাকার হাতি উপহার

প্রিয় মানুষকে খুশি করতে মানুষ কত কিছুই না করে থাকেন। সম্রাট শাহাজান প্রেমের স্মৃতি রক্ষায় তাজমহল নির্মাণ করেন। যা ইতিহাসের পাতায় আজও প্রেমের মহিমার উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে। এমনই এক কৃষক দুলাল চন্দ্র রায় স্ত্রীর স্বপ্ন পূরণে জমি বিক্রি করে সাড়ে ১৬ লাখ টাকায় তিনি হাতি কিনেছেন। দুলাল চন্দ্র রায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিধর  দেউতি গ্রামের মৃত বীরেন্দ্র নাথের ছেলে।  সোমবার রাতে গ্রামে হাতিটি নিয়ে এলে হাজার মানুষের ঢল নামে। স্থানীয়রা জানান, প্রাণী সংরক্ষণ ও যত্নবান হতে স্বপ্নে  দেখতে পান দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রাণী দাসী। ওই স্বপ্নের  নির্দেশ পালনে কয়েক বছর আগে স্বামীর কাছে প্রথমে একটি ঘোড়া, রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেন তুলসী রাণী দাসী। এক মাস আগে হাতি কিনে যত্ন নেওয়ার জন্য আবারও স্বপ্নে  নির্দেশ পান। এরপর স্বামী দুলালের কাছে হাতি কিনে দেওয়ার বায়না ধরেন। স্ত্রীকে খুশি করতে ১১ বিঘা জমির ২ বিঘা বিক্রি করে ওই টাকা দিয়ে মৌলভীবাজার থেকে হাতিটি কিনেন। এছাড়া হাতিটি দেখভাল করতে সঙ্গে এনেছেন ইব্রাহীম মিয়া নামে এক মাহুতকে। তাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। তুলসী রাণী দাসী জানান, ‘প্রায় এক মাস আগে স্বপ্নে দেবতা মহাদেব ও বিশ্বকর্মা তাকে নির্দেশ দিয়েছেন হাতি কিনে তার যত্ন নিতে। তাই স্বামীর কাছে হাতি কিনে দেওয়ার বায়না করেন তিনি।

সর্বশেষ খবর