বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি ঠেকানোর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা

-মুনতাকিম আশরাফ

ঝুঁকি ঠেকানোর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সম্ভাব্য নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা ও ঝুঁকি ঠেকানোর প্রস্তুতি ব্যবসায়ীরা নিচ্ছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মুনতাকিম আশরাফ। তিনি সরকারকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেছেন, দেশে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত না করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি সব মহলে প্রসংশনীয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোপুরি বেতন আদায় অব্যাহত রাখায় অভিভাবকরা বিপাকে পড়েছেন।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মুনতাকিম আশরাফ। তিনি বলেন, এখন তো গ্রামে কেউ মাস্কই পরেন না। মনে হয়, মানুষ মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছেন। এখন সামনের দিনগুলোতে যত চ্যালেঞ্জই আসুক না কেন অর্থনীতি সচল রাখতে হবে। আশা করছি- এরই মধ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলোতে অর্থনীতি সচলই থাকবে। তিনি আরও বলেন, আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে এখন আগামী দেড় বছরের অর্ডার বা ক্রয়াদেশ রয়েছে। এত দিনে আমরা কিছুটা ঝুঁকিমুক্ত হয়েছি, এটা এখন সাহস নিয়ে বলতে পারি। আরেকটি বিষয় হলো- বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক কম। আবার এখানে আক্রান্তরা দ্রুত সুস্থ হচ্ছেন। এফবিসিসিআইর প্রথম সহসভাপতি মুনতাকিম আশরাফ বলেন, বাংলাদেশে করোনার শুরু থেকেই সরকার সবার আগে সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন। সামনের দিনগুলোতেও সেই সহায়তা অব্যাহত থাকবে, এটা তো সরকার ঘোষণাই দিয়েছে। এরই মধ্যে বড় ধরনের অর্থনৈতিক প্রণোদনা সরকার ব্যবসায়ীদের দিয়েছে। এখন সামনের দিনগুলোতে কোন ধরনের চ্যালেঞ্জ ও ঝুঁকি আসে, তা পর্যবেক্ষণ করেই উদ্যোগ নেবে এফবিসিসিআই। এ জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি। আমরা চাই বেসরকারি খাতে সহায়তা অব্যাহত রাখা হোক। তাই অর্থনীতি সচল রাখার প্রস্তুতি নিচ্ছি। কারণ লকডাউনে এরই মধ্যে বিশাল ক্ষতি হয়েছে। সামনের দিনগুলোতে ক্ষতিকর পরিস্থিতি যেন না হয়, এটাই প্রত্যাশা করছি।

সর্বশেষ খবর