বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পোশাকশিল্পে প্রস্তুতির ঘাটতি নেই

-ফয়সাল সামাদ

পোশাকশিল্পে প্রস্তুতির ঘাটতি নেই

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সামাদ। তিনি বলেছেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি ও নজরদারি রয়েছে। ক্রেতারাও স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিচ্ছেন।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফয়সাল সামাদ। তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের সব হেলথ সেন্টারগুলো সক্রিয় করা হয়েছে। কারখানাগুলোকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম সচল রাখতে বলা হয়েছে। পাশাপাশি কারখানাগুলো পরিদর্শনও করবে বিজিএমইএ। আমরা দেখব কারখানাগুলো কোনো প্রকার ঢিলেমি করছে কিনা। তিনি বলেন, বিজিএমইএ সদস্য কারখানাগুলো অত্যন্ত সচেতন। কারণ একজন শ্রমিক আক্রান্ত হলে, পুরো কারখানা বন্ধ হয়ে যাবে। তবে যে কোনো শ্রমিক ও কারখানা আক্রান্ত হলে সহায়তা করবে বিজিএমইএ। তবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি জটিল। কারণ তারা কারখানায় স্বাস্থ্য বিধি মানছেন। কিন্তু শ্রমিকরা তাদের আবাসস্থলে স্বাস্থ্যবিধি কতটা মানছেন, সেটি কিন্তু আমরা জানতে পারছি না। তারপরও শ্রমিকদের জন্য বিজিএমইএ করোনা টেস্ট ল্যাব স্থাপন করেছে। আমাদের কারখানাগুলোও সচেতন। এক্ষেত্রে কোনো কারখানার ঢিলেমি সহ্য করা হবে না বলেও জানান বিজিএমইএর এই নেতা।

সর্বশেষ খবর