বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাড়ল শনাক্তের হার ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাড়ল শনাক্তের হার ও মৃত্যু

এক দিনের ব্যবধানে করোনা সংক্রমিত রোগী শনাক্তের হার ও মৃত্যু উভয়ই বৃদ্ধি পেয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৭৭ শতাংশ এবং ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন ৩৭ জন। এর আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ এবং মারা যান ২৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যে এমনটা জানা গেছে। এদিকে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৬৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। তবে এক দিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৪ জনের। মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন ও বাড়িতে ২ জন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৯ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন চল্লিশোর্ধ্ব, ২ জন ত্রিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ২৩ জন ঢাকা, ৫ জন চট্টগ্রাম, ৫ জন খুলনা, ২ জন রাজশাহী, ১ জন করে বরিশাল ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় সম্পাদিত নমুনা পরীক্ষার মধ্যে ঢাকার ভিতরে ৮ হাজার ৪৭৮টি ও ঢাকার বাইরে সারা দেশে ৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর