বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চাঁদার জন্য মারধরের মামলা কাউন্সিলর সেন্টুর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। চাঁদার দাবিতে মারধরের অভিযোগ এনে এ মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন- জাতীয় পার্টির স্থানীয় নেতা সেলিম, ব্যবসায়ী সমিতির নেতা বাবুল, আবুল মন্ডল, সালাম, লাবু, মো. চৌধুরী এবং মোহন।

গত ২২ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন দোকান ব্যবসায়ী তরিকুল ইসলাম। গতকাল মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, মামলার পরই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তাদের বাসায় পাওয়া যায়নি। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, মোহাম্মদপুরের টাউন হল বাজারে ‘সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি বার’ নামে একটি দোকান চালান তরিকুল ইসলাম। গত ২০ সেপ্টেম্বর দুপুরে কামরুল নামে এক ব্যক্তি চাঁদা দাবি করেন। কিন্তু তরিকুল চাঁদা দিতে রাজি না হওয়ায় পরদিন দোকান ভাঙচুর করা হয়। এজাহারে বলা হয়েছে, কাউন্সিলর সেন্টুর লোক হলেন কামরুল। 

সর্বশেষ খবর