বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে এইচএসসি পরীক্ষা হচ্ছে না

নবম শ্রেণিতে বিলম্বে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির (আজকের) বৈঠকেও এ পাবলিক পরীক্ষার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল এ প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেন। মু. জিয়াউল হক আরও বলেন, এইচএসসি পরীক্ষার ব্যাপারে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তিনি আরও বলেন, রুটিন কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় এটি স্থগিত রয়েছে। নবম শ্রেণিতে বিলম্বে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা : যেসব শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গতকাল শুরু হয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী সেবার মাধ্যমে শিক্ষার্থীপ্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পর কোনোভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।

সর্বশেষ খবর