বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কৃষি

ঠাকুরগাঁওয়ে ড্রাগন ফল চাষে সাফল্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ড্রাগন ফল চাষে সাফল্য

দেশের উত্তরাঞ্চলে জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন ফলের। তুলনামূলক লাভ বেশি হওয়ায় বিভিন্ন জেলায় ড্রাগন ফলের বাগান গড়ে তুলছেন তরুণ-যুবকরা। ঠাকুরগাঁওয়ে ড্রাগন ফলের চাহিদা বেড়ে যাওয়ায় এর বাগান করেছেন অনেকেই। ফল বিক্রি করে বেশি লাভ হওয়ায় উৎসাহিত হচ্ছেন অন্যরাও। এদেরই একজন ঠাকুরগাঁওয়ের গড়েয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবু জাফর।

গত বছর এ ফল বিক্রি করে তিনি ২০ হাজার টাকা আয় করেন। এতে তার উৎসাহ আরও বেড়ে যায়। এখন তার বাগানে আছে ৬০০টি ড্রাগন গাছ। এ বছরও অধিকাংশ গাছে ফল ধরেছে। ড্রাগন ফলের চাষ আরও বাড়ানো হলে এ জেলার বেকারত্ব কমবে- এমনটাই মনে করছেন স্থানীয়রা। কলেজ শিক্ষক আবু জাফর জানান, বাজারে এখন ড্রাগন ফলের চাহিদা বেড়েছে। তাই তিনি এ ফল চাষ শুরু করেছেন। কম খরচে এ ফল চাষ করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তিনি। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী। তাই কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে এ ফল চাষের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর