শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নীলা হত্যায় কিশোর গ্যাং

সাভারে তিন দিনেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

সাভার প্রতিনিধি

সাভারে স্কুলছাত্রী নীলা রায় (১৪) খুনের সঙ্গে স্থানীয় কিশোর গ্যাং জড়িত বলে পুলিশ প্রায় নিশ্চিত। পুলিশ জানিয়েছে, খুনের প্রধান আসামি মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ান কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য। জেরার মুখে সেলিম খুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে মিজানুর রহমানকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। গত ২০ সেপ্টেম্বর রাতে দশম শ্রেণির ছাত্রী নীলা রায়কে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় হত্যাকারী মিজানুর রহমান, তার বাবা আবদুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম পালোয়ান খুনের সময় ঘটনাস্থলেই ছিল। গ্রেফতার এড়াতে খুনিরা আত্মগোপন করে থাকে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে ফেরি পারাপার হচ্ছিল। গোপন সংবাদে পুলিশ সেখানে হানা দিয়ে সেলিম পালোয়ানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত  সেলিম পালোয়ান (২৮) বাগেরহাট জেলার হাফেজ পালোয়ানের ছেলে। সে সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। নীলাকে হত্যার আগে  মোবাইল ফোনে মিজানের সঙ্গে সেলিম পালোয়ান বেশ কয়েকবার কথা বলে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সেলিম পালোয়ান হত্যাকারী মিজানুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী। হত্যার সময় ঘটনাস্থলের পাশেই ছিল। তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে খুনের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে ওসি জানান। স্থানীয়রা জানান, সাভার ব্যাংক কলোনি মহল্লায় কিশোর গ্যাং মাথা চাড়া দিয়ে উঠেছে। সেখানকার মাদক ব্যবসাকে কেন্দ্র করে একাধিক কিশোর গ্যাংয়ের উত্থান ঘটে। আর এসব এলাকায় মাদকের স্পটগুলো নিয়ন্ত্রণ করে পৌর আওয়ামী লীগের একজন নেতার দুই ছেলে। এসব স্পটে ইয়াবা, হেরোইনসহ সব ধরনের মাদক বিক্রি হয়। নেতার দুই ছেলে সাকিব এবং শাকিল স্থানীয় দুর্ধর্ষ সাগর, সুজব, পারভেজ, হানিফ, জয়, রাব্বি, যাবেরসহ কিশোরদের নিয়ে গ্যাং তৈরি করে। এরা এলাকায় নানা অপরাধে জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর