শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনার মতো সংকটে মানুষের পাশে ছিলাম

--- সাহাবুদ্দিন আহমেদ মোল্লা

করোনার মতো সংকটে মানুষের পাশে ছিলাম

মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে এবং অর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এই কর্মকান্ড বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধ্যমতো মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। করোনার বিস্তার রোধে জেলাকে লকডাউন ঘোষণার পর বেকার দিনমজুরদের ব্যাপকহারে ত্রাণের আওতায় নিয়ে আসা ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করেছি আমরা। তিনি বলেন, দলের পক্ষ থেকে ৩০ লাখ টাকা অর্থিক সয়হায়তা প্রদান করেছি মধ্যবিত্তদের মাঝে। এই শ্রেণির মানুষগুলো লকডাউনের সময় সমস্যায় পড়েছিল। গোপনে তাদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তার টাকা প্রদান করা হয়। আমার ব্যক্তিগত উদ্যোগ ও দলীয় সহায়তায় মাদারীপুর সদর, রাজৈর, শিবচর, কালকিনি উপজেলায় ত্রাণ সহায়তা করা হয়। করোনার সময় ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিলে আমাদের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিয়েছে। করোনায় মৃত্যুদের সৎকারেও সহায়তা করেছে নেতা-কর্মীরা। তিনি বলেন, গত রমজানে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও অসহায় দুস্থরা যেন পরিবার নিয়ে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য ২৫ হাজার পরিবারের মধ্যে চালসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, চলতি বন্যায় মাদারীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে সময়ও নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

সর্বশেষ খবর