শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজনৈতিক দলের ভূমিকা পর্যাপ্ত ছিল না

--- অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া

রাজনৈতিক দলের ভূমিকা পর্যাপ্ত ছিল না

মাদারীপুরের মানবাধিকার সংগঠন-লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সিনিয়র সমন্বয়কারী অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া বলেছেন, করোনার শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড তেমন চোখে পড়েনি। এর চেয়ে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা ছিল বেশি। রাজনৈতিক নেতারা হয়তো সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্যই কম ভূমিকা রেখেছেন। ইব্রাহিম মিয়া আরও বলেন, করোনাকালে রাজনৈতিক সংগঠনগুলো সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারত। কিন্তু তাদের ভূমিকা অনুপস্থিত দেখেছি। তিনি বলেন, মাদারীপুর জেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা জনসেবামূলক কাজ করেছে যা প্রত্যাশার তুলনায় কম। সংকটকালে জনগণ রাজনৈতিক নেতাদের আরও কাছাকাছি পেতে চায়। লকডাউনের সময় মানুষকে ঘরে রাখা একটি চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে যারা অল্প আয়ের ও শ্রমজীবী মানুষ তারা খুব ঝুঁকিতে পড়েছিল। সেই ঝুঁকি থেকে উত্তরণেও রাজনৈতিক দলগুলোর তেমন কোনো পরিকল্পনা এবং কর্মকান্ড চোখে পড়েনি। সচেতনতাবৃদ্ধিতে রাজনৈতিক দলগুলোর আরও ভূমিকা রাখার সুযোগ ছিল। যেহেতু রাজনীতি করা হয় জনগণের জন্য, তাই তাদের সংকটময় মুহূর্তে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের জনগণের পাশাপাশি আরও নিবিড়ভাবে থাকা উচিত।

সর্বশেষ খবর