শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ট্রাম্পের মন্তব্য নিয়ে কোন্দলে রিপাবলিকানরা

সাইফ ইমন

ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ট্রাম্পের মন্তব্য নিয়ে কোন্দলে রিপাবলিকানরা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রশ্নে বিতর্কিত মন্তব্য করে হঠাৎ সমালোচনার জন্ম দিয়েছেন। এই নিয়ে নিজ দলের মধ্যেই তৈরি হয়েছে কোন্দল। নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে নারাজ তিনি। তার কথায় পরাজিত হলে আগে দেখতে হবে আসলে কী ঘটেছে। সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ডাকযোগে ভোটের ব্যাপারে আবারও সন্দেহের কথা জানিয়ে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে মার্কিন সিনেটে সংখ্যাগুরু দল রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও বলেছেন, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হয় সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে জানুয়ারি মাসের ২০ তারিখ পরবর্তী প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমেরিকায় ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা ম্যাককোনেলের এ বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার ব্যপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের জের ধরে আমেরিকার রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এরপরই ম্যাককোনেল থেকে এ বক্তব্য আসে। তিনি বলেন, ১৭৯২ সাল থেকে আমেরিকায় প্রতি চার বছর পর সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।

বিচারপতি নিয়োগ আজ-কালের মধ্যেই : নির্বাচনী রাজনীতিতে এসব ইস্যুকে ছাপিয়ে শীর্ষে এখন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ। এই বিতর্কে এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে জড়িয়ে পড়েছেন আমেরিকার রাজনীতি ও সমাজমনস্ক মানুষ। শুরু থেকেই ডেমোক্র্যাটিক দল ৩ নভেম্বরের নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর বিচারপতি নিয়োগ দেওয়ার পক্ষে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন শুক্র বা শনিবারের মধ্যেই এই নিয়োগের। তাই যে কোনো সময় আসতে পারে নতুন বিচারপতির নাম।

সর্বশেষ খবর