শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নাব্য সংকট

শিমুলিয়া ঘাটে প্রচণ্ড চাপ ভোগান্তির শেষ নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শিমুলিয়া ঘাটে প্রচণ্ড চাপ ভোগান্তির শেষ নেই

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে গতকাল সকালে পারাপারের অপেক্ষায় প্রায় ২০০ গাড়ি -বাংলাদেশ প্রতিদিন

নাব্য সংকটের কারণে একদিকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে, আরেক দিকে এ পথে যানবাহনের প্রচ- চাপ তৈরি হয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন ঘাট ব্যবহারকারীরা। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গতকাল সকাল থেকে ঘাটে প্রায় ২০০ গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। প্রায় ২৮ দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী পথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে ঘাটে গাড়ির চাপ কমে গিয়েছিল। কিন্তু এ দিন সকাল থেকে এ ঘাটে গাড়ির চাপ বেড়েছে, যার মধ্যে প্রাইভেটকারের সংখ্যাই বেশি। বর্তমানে ছয়টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

খোঁজ নিতে গিয়ে জানা গেছে, দিনের পর দিন ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপাররা মানবেতর জীবনযাপন করছেন। দিনের বেলায় সীমিত ফেরি চলাচলের মধ্যে প্রাইভেট গাড়ি পারাপারকে প্রাধান্য দেওয়ায় ট্রাক নিয়ে ফেরিতে ওঠার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে তাদের। ট্রাকগুলো যথা সময়ে পার হতে না পারায় সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন। যানচালকরা জানান, প্রাইভেটকার বা বাস রেখে স্পিডবোট বা লঞ্চে যাত্রীরা পদ্মা পার হলেও পণ্যবাহী যানগুলোর অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। চ্যানেলে নাব্য ফিরলেই সংকট কাটবে। চলতি মাসের ১২ দিনই ফেরি বন্ধ ছিল। বাকি ১৩ দিনে মাত্র ৪০০ ট্রাক পার হয়েছে। জানা গেছে, এভাবে শত শত পণ্যবাহী ট্রাকের চালক কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের চালক দিনের পর দিন শিমুলিয়ায় আটকে রয়েছেন।

সর্বশেষ খবর