শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আজ পাবনা-৪ উপনির্বাচন

চার স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক ও পাবনা প্রতিনিধি

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। রাতে সিল মারা ঠেকাতেই আজ সকাল সাড়ে ৮টার মধ্যে সব ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম। ইসির কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের কারণে আজ ভোট গ্রহণের দিন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভোট কেন্দ্রে ভোটারদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা। ভোট গ্রহণ কর্মকর্তার জন্য থাকবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস। সেই সঙ্গে ভোটারের লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। সচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেক কেন্দ্রের সামনে ব্যানার থাকবে। কী করতে হবে নির্দেশনা থাকবে। এ ছাড়া কেন্দ্রে ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন, আবার ভোট দিয়ে হাত ধুয়ে বের হবেন। এ ছাড়া উপনির্বাচন উপলক্ষে ভোটের আগে ও পরে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আজ ভোটের দিন সব ধরনের যন্ত্রযান চলাচলও বন্ধ থাকবে।

এদিকে গতকাল বিকালে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্সসহ অন্যান্য নির্বাচনী উপকরণ। দুপুর ২টার পর নির্বাচনী কার্যালয় থেকে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচনী মালামালের মধ্যে রয়েছে- ব্যালট বক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ। এদিকে নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে ১১০০ পুলিশ সদস্য, ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের একাধিক টিম। ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) উপজেলার দুটি পৌরসভা ১২টি ইউনিয়নের মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৯টি। মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯১,৬৯৭ জন আর নারী ভোটার ১,৮৯,৪১৫ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর