শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

তিন ঘণ্টায় শেষ করতে হবে পবিত্র ওমরাহ

প্রতিদিন ডেস্ক

তিন ঘণ্টায় শেষ করতে হবে পবিত্র ওমরাহ

পবিত্র ওমরাহ পালনের জন্য এবার মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি আরব কর্তৃপক্ষ। এর মধ্যেই ওমরাহ শুরু ও শেষ করতে হবে। খবর আরব নিউজ ও গালফ ইনসাইডারের।

বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলেছে সৌদি আরব সরকার। ওমরাহ পালনের জন্য প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন। তবে মক্কায় তাদের ওমরাহ শুরু ও শেষ করার জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হবে। প্রথম দফায় দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার জন ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার জনকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

সর্বশেষ খবর