শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বন্ধুকে লাইভে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বন্ধুকে মোবাইল ফোনে লাইভে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম দিলসাদ নাহার আঁচল (১৮)। গতকাল ভোরে রাজধানীর খিলক্ষেতে এ ঘটনা ঘটে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, দিলসাদ নাহার সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন। উত্তরায় তাদের বাড়ি। কয়েক দিন আগে খিলক্ষেত পশ্চিম কাওলায় নিজেদের ফ্ল্যাটে ওঠেন তারা। স্কুলে এক ছেলের সঙ্গে তার বন্ধুত্ব (কথিত প্রেম) ছিল। ওই ছেলেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার মধ্যরাতে মোবাইলে লাইভে তাদের কথা হয়। এক পর্যায়ে বন্ধুকে লাইভে রেখেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দিলসাদ। বিষয়টি দেখে ছেলেটি দিলসাদের বড় বোন শামসুন্নাহার প্রীতিকে কয়েকটি ছবি মেসেজে পাঠান। এ সময় শামসুন্নাহার অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। মেসেজের শব্দ শুনে তা খুলে দেখেন তিনি। ওই ছবি দেখে তিনি দ্রুত চাবি দিয়ে পাশের ঘরের দরজা খুলে দিলসাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকে শামসুন্নাহার জানান, ঘুমানোর আগে তিনি দিলসাদকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে ও ঝগড়া করতে শোনেন। তখন তিনি বিষয়টি বুঝে উঠতে পারেননি। জানা যায়, দিলসাদের বাবার নাম দেলোয়ার হোসেন। মা শাহানাজ পারভীন। দুই বোনের মধ্যে দিলসাদ ছিলেন ছোট।

সর্বশেষ খবর