রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধ্যমতো জনগণের পাশে ছিলাম

-মনিরুল ইসলাম নূপুর

সাধ্যমতো জনগণের পাশে ছিলাম

ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেছেন, আমরা আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে ছিলাম। করোনাকালে আমরা প্রশাসনিক বাধা ও নিষেধের কারণে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে পারিনি। তবে অনানুষ্ঠানিকভাবে বিএনপি, ছাত্রদল যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজেদের মতো করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সরকারি দলের মতো অত ত্রাণ দিতে না পারলেও ৮ হাজার পরিবারকে আমরা দলের বিভিন্ন স্তরে ও বিভিন্নভাবে সাহায্য করেছি। স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছি।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বি এম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি  নেত্রী জীবা আহমেদ তার এলাকায় কিছু ত্রাণ দিয়েছেন। আমি ৩০০ লোককে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছি। সমাজের এমন নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে যারা  কোথাও ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারে না। তাদের গোপনে সাহায্য করেছি। সরকারের সাহায্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের দেওয়া হয়নি। আওয়ামী লীগ করে এমন পরিবারের একাধিকবার ত্রাণ পেলেও পাশের ঘরে বিএনপি করে এই অপরাধে নিম্ন আয়ের ও গরিবরা ত্রাণ পায়নি। তিনি বলেন, আমার বাড়ির আশপাশে  কেউই ত্রাণ পায়নি। আওয়ামী লীগের  নেতা-কর্মীরা ত্রাণ লুট করেছে। সরকারি চাল চুরি করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত কর্মহীনদের জন্য ২৫০০ টাকা বেশির ভাগই আওয়ামী লীগ নেতা-কর্মী ও তাদের আত্মীয়রা পেয়েছে। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের এমপি আমির হোসেন আমু কিছু ত্রাণ দিলেও তিনি এলাকায় আসেননি। অধিকাংশ মানুষ ত্রাণ পাননি। ত্রাণের জন্য ডিসি অফিসসহ শহরে মিছিল হয়েছে।

সর্বশেষ খবর