রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেতাদের সেভাবে পাশে পায়নি মানুষ

-হেমায়েত উদ্দিন হিমু

নেতাদের সেভাবে পাশে পায়নি মানুষ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ঝালকাঠির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বলেন, করোনার সময় রাজনৈতিক নেতা-কর্মীদের সেভাবে পাশে পায়নি এলাকার সাধারণ মানুষ। কাক্সিক্ষত সেবা দিতে না পারলেও আওয়ামী লীগ প্রথম থেকে মাঠে আছে এবং কয়েকটি ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসিতও হয়েছে। অন্যদিকে বড় দল বিএনপি, জাতীয় পার্টি এবং সিপিবিসহ ছোট দলগুলো হতাশ করেছে। মানুষের কাছে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা তা কাজে লাগাতে পারেনি। সরকারি ত্রাণ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক দলের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়েছে জেলা-উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ। অব্যাহতভাবে ত্রাণ বিতরণের পাশাপাশি নিজস্ব উদ্যোগে গোপনে অসহায় মানুষের বাড়ি বাড়ি সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতাও এ ধরনের কাজ করে নজর কেড়েছেন। বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং যুব সংগঠনের ভূমিকা ছিল দেখার মতো। বিপদের সময় কীভাবে মানুষের পাশে থাকতে হয়, তা রাজনৈতিক নেত-কর্মীদের দেখিয়ে দিয়েছে তরুণ সমাজ।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সরাসরি এলাকায় না এলেও মানুষের সঙ্গে যোগাযোগ ছিল। তিনি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন এবং ভার্র্চুয়াল সংযোগের মাধ্যমে অসংখ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ ক্ষেত্রে বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন অন্ধকারে। অনেক দিন থেকেই দলটির জেলা ও উপজেলা পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দল চলছে। ফলে দলীয় কর্মসূচি ব্যাহত হচ্ছে। জাতীয় পার্টির কার্যক্রমও অনেকটা স্থবির। এদিকে ত্রাণ বিতরণ নিয়ে কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর