রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বেড়েছে মৃত্যু, কমেছে সুস্থতা

২৪ ঘণ্টায় শনাক্ত ১১০৬, মৃত্যু ৩৬

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে মৃত্যু, কমেছে সুস্থতা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৫৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক দিনের ব্যবধানে গতকাল কমেছে সুস্থতা, বেড়েছে মৃত্যু। একই সময়ের ব্যবধানে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যাও কমেছে। এর আগে এক দিনে ২১ জনের মৃত্যু, ১ হাজার ৯৩২ জনের সুস্থতা ও ১ হাজার ৩৮৩ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানানো হয় গত শুক্রবার। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ জন কম সুস্থ হয়েছেন। রোগী শনাক্ত কমেছে ২৭৭ জন। বেশি মারা গেছেন ১৫ জন। এদিকে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমানো হয়েছে ১ হাজার ৭০৮টি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষায় ১ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। মোট মারা গেছেন ৫ হাজার ১২৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। একজনের মৃত্যু হয়েছে বাড়িতে, বাকি ৩৫ জন হাসপাতালে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২১ জনই ছিলেন ষাটোর্ধ্ব, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর ও ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। ৪১ বছরের কম বয়সী কেউ গত ২৪ ঘণ্টায় মারা যাননি। মৃতদের মধ্যে ২৩ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট এবং একজন করে খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল সারা দেশের কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ১৩ হাজার ৬১৮টি সাধারণ শয্যার মধ্যে ১০ হাজার ৯৪৯টি শয্যা খালি ছিল। এ ছাড়া ৫৪২টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৫২টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর