শিরোনাম
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি

তিনজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর নবগঙ্গা এলাকায় শুক্রবার ১৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ১১ জনকে উদ্ধার করা গেলেও বিশ্ববিদ্যালয় ছাত্রী ও শিশুসহ দুজনের সন্ধান এখনো মেলেনি। গতকাল দ্বিতীয় দিনের মতো নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নৌকার মালিক ঈসা, মিলন ও  মাঝি সুমনের নামে মামলা করেছে নৌপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ। তিনি জানান, নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় ওঠান। এ অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, সকাল ৬টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়। নিখোঁজ দুজনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ খবর