রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সাভারে ছাত্রী নীলা হত্যা

প্রধান আসামি মিজানুরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সাভার মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, মিজানুরকে ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত মিজানুরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে মিজানুরের বাবা আবদুুর রহমান, মা নাজমুন নাহার সিদ্দীকা ও তার সহযোগী সেলিম পালোয়ানকে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

মানববন্ধন : এদিকে স্কুলছাত্রী হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামির ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় সংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত নীলার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন মন্ত্রী। মানববন্ধন কর্মসূচিতে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আবদুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর