বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের তৎপরতা দৃষ্টান্ত হয়ে থাকবে

-সুবাস বোস

আওয়ামী লীগের তৎপরতা দৃষ্টান্ত হয়ে থাকবে

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা মোকাবিলায় আওয়ামী লীগের তৎপরতা দৃষ্টান্ত হয়ে থাকবে। করোনায় কোনো লোক অনাহারে আছে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনসাধারণ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে রক্তের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত  করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আওয়ামী লীগ করোনা সংকটে অসহায়, দুস্থ, গরিব ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অসহায় ও বেকার হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে নড়াইলের মানুষ যখন চরম মানবিক সংকটে, তখন দলীয় নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধের জেলা হচ্ছে নড়াইল। যে কোনো ধরনের সংকট-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে এ জেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সদা প্রস্তুত। তিনি বলেন, অচিরেই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা শুনে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে প্রাণ-চাঞ্চল্য ফিরে এসেছে। সরকারি সহযোগিতার পাশাপাশি জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী ব্যক্তিগতভাবে করোনা সংকটে অসহায়দের খাদ্য সহায়তা প্রদানসহ নানা সহায়তা করেছেন।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপি নেতৃবৃন্দ করোনা সংকটে গরিব, অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে পত্র-পত্রিকা আর টেলিভিশনের মাধ্যমে আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত রয়েছে। বিএনপির কাজই হচ্ছে অহেতুক সমালোচনা করা এবং আওয়ামী লীগের উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি করা।

সর্বশেষ খবর