বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারপ্রধানের দৃঢ় মনোবলে মানুষ প্রেরণা পেয়েছে

-আবদুস ছালাম খান

সরকারপ্রধানের দৃঢ় মনোবলে মানুষ প্রেরণা পেয়েছে

লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি ও নড়াইল জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুস ছালাম খান বলেছেন, সরকারপ্রধানের দৃঢ় মনোবল মানুষকে সাহসী হওয়ার প্রেরণা জুগিয়েছে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো কিছু সাহায্য দিয়েছে। তবে তা পরিমাণের চেয়ে প্রচার বেশি। ব্যক্তিগতভাবেও অনেকে গরিব মানুষকে সাহায্য দিয়েছে। তিনি বলেন,  নড়াইল জেলায় বৃহৎ কোনো শিল্প-কারখানা না থাকায় এখানকার অধিকাংশ মানুষ মূলত কৃষিনির্ভর। নিজের জমিতে কৃষিকাজ ছাড়াও দরিদ্র শ্রেণির লোকেরা কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান-রিকশা চালনা এবং হাট-বাজারে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকেন। করোনাকালে বা করোনার লকডাউনে কৃষিকাজ বাদে অন্যান্য কাজ বন্ধ থাকায় নিম্নবিত্ত অর্থাৎ দৈনিক আয়ের বিপুল জনগোষ্ঠী অভাব অনটনের মধ্যে দিন কাটিয়েছে। প্রান্তিক এই জনগোষ্ঠীর মানুষকে সরকারি সাহায্য দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অতি নগণ্য। করোনাকালে বড় দল দুটির আরও অনেক বেশি কিছু করার দরকার ছিল। সঠিক সময়ে কর্মক্ষেত্র খুলে দেওয়ায় মানুষ আবার কর্মমুখর হয়ে উঠেছে। নিজেদের সমস্যা নিজেরাই মোকাবিলা করতে তারা ঘুরে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর