বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কঠিন দুর্যোগ পার করছে মানুষ

-মো. আলমগীর চৌধুরী

কঠিন দুর্যোগ পার করছে মানুষ

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা ও বন্যার মতো কঠিন দুর্যোগ পার করছে হবিগঞ্জের মানুষ। কর্মহীন হাজার হাজার মানুষকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের উদ্যোগে গঠিত ত্রাণ কমিটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে যা এখনো চলমান। অসহায় দুস্থ মানুষের সেবায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগেও সক্রিয় ছিলেন এখনো রয়েছেন। যেখানে বিএনপির কোনো নেতা-কর্মীকে দুর্যোগকালীন মাঠে কিংবা জনমানুষের পাশে দেখা যায়নি। সেখানে করোনাকালে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী ও জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আলমগীর চৌধুরী বলেন, শেখ হাসিনার প্রণোদনা সাহায্য ৯টি উপজেলার ৭৮টি ইউনিয়নের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে হবিগঞ্জে কোনো দুস্থ পরিবার না খেয়ে থাকেনি। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি জেলা ও উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পালিত হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর মহান জাতীয় সংসদের অধিবেশনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাসসহ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, বাল্লা স্থলবন্দরের উন্নয়নসহ সবকটি প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। হবিগঞ্জের উন্নয়নের ফলে হবিগঞ্জের আপামর জনসাধারণের মধ্যে আনন্দের বন্যা ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর