বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে

-আবুল হাসিম

সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম বলেছেন, করোনাকালে বিএনপির সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকেছে। অনেক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্ট করলেও সফল হয়নি সরকার। দলের পাশাপাশি আমি হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। আওয়ামী লীগ দলীয়ভাবে তেমন কিছু করেনি। তিনি বলেন, করোনাকালে দলীয় কার্যক্রম অনেকটা স্থগিত ছিল। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে রাজনৈতিক কার্যক্রম ধীরে ধীরে শুরু হয়েছে। হবিগঞ্জ জেলায় বিএনপিকে সুসংগঠিত করতে ৯টি থানার মধ্যে মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জে কাউন্সিল সম্পন্ন হয়েছে। সদরে এখনো কাউন্সিলর করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কতিপয় স্বার্থান্বেষী নেতা আমাকে (আহ্বায়ককে) পাশ কাটিয়ে নিজস্ব বলয় সৃষ্টির লক্ষ্যে নিজের আজ্ঞাবহ লোক দেখে বাসায় কমিটি করার চেষ্টা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন হবিগঞ্জ জেলা বিএনপি বর্তমানে দুটি বলয়ে বিভক্ত। এ ব্যাপারে কেন্দ্রে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপির কোনো নেতা-কর্মী মনোবল হারায়নি। বিগত সময়টা ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। সুসময়ে যেমন আমরা মানুষের পাশে থেকেছি দুঃসময়ে আরও বেশি কমিটমেন্ট নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি। বাধা বিপত্তি না থাকলে আমরাও আরও বেশি ত্রাণ সহায়তা দিতে পারতাম। জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ সহ নানাভাবে কার্যক্রম চালানো হয়েছে।

সর্বশেষ খবর