বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাড়ছে পরীক্ষাগার কমছে পরীক্ষা

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৩৬, মৃত্যু ৩২

নিজস্ব প্রতিবেদক

বাড়ছে পরীক্ষাগার কমছে পরীক্ষা

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৪৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। একই সময়ে ভাইরাসটির কারণে প্রাণ হারিয়েছেন আরও ৩২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ২৫১ জনের। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে করোনা পরীক্ষায় প্রতিনিয়ত পরীক্ষাগার বাড়লেও কমছে নমুনা পরীক্ষা। গত তিন মাসে তালিকায় ৪০টি পরীক্ষাগার যোগ হলেও দৈনিক নমুনা পরীক্ষা কমেছে ৫ থেকে ৭ হাজার। গত ৩০ জুন দেশে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ছিল ৬৮টি। ওই দিন ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়। তিন মাস পর গতকাল দেশের মোট ১০৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪০৪টি। ৪০টি পরীক্ষাগার বাড়লেও নমুনা পরীক্ষা কম হয়েছে ৫ হাজার ২২টি। তবে শনাক্তের হার গত তিন মাসে ৮ থেকে ৯ শতাংশ কমে ১২ শতাংশের আশপাশে থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই হার ৫ শতাংশের নিচে নামলেই ভাইরাসটি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে মনে করা যায়। আগামী শীতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছে সরকার। অথচ, নমুনা পরীক্ষা কমায় শনাক্ত হচ্ছে না অনেক রোগী। বর্তমানেও প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ১১ থেকে ১২ জনের করোনা শনাক্ত হচ্ছে। শীতের আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দ্রুত অধিকাংশ রোগী শনাক্ত করে আইসোলেশনে নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৮৯ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ৮ জন নারী। ৩১ জনের হাসপাতালে ও ১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জনই (৭৫ শতাংশ) ষাটোর্ধ্ব। এ ছাড়া ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর ও ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃত ৩২ জনের মধ্যে ২৪ জন ঢাকা, ৪ জন রাজশাহী, ২ জন চট্টগ্রাম এবং ১ জন করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর