বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গতি কমলেও প্রতি ঘণ্টায় মৃত্যু হচ্ছে ২৪৩ জনের

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের গতি আগের চেয়ে কমলেও প্রতি ঘণ্টায় এখনো মারা যাচ্ছেন অন্তত ২৪৩ জন এবং নতুন করে আক্রান্ত হচ্ছেন ১১ হাজার ৯৯৫ জন। এক হিসাবে দেখা গেছে, প্রতি ঘণ্টায় ভারতে আক্রান্ত হচ্ছেন ৩ হাজার ৩৫৪ জন এবং মারা যাচ্ছেন অন্তত ৫০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হচ্ছেন ১ হাজার ৮৪২ জন এবং মারা যাচ্ছেন ৪০ জন। ব্রাজিলে আক্রান্ত হচ্ছেন ১ হাজার ৩৩২ জন, মারা যাচ্ছেন অন্তত ৩৫ জন। আর চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হচ্ছেন অন্তত ৩৪৩ জন এবং মারা যাচ্ছেন ছয়জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখের কাছাকাছি এবং মৃতের সংখ্যা ১০ লাখ ১৪ হাজারের বেশি। এর মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ভারতে গত মঙ্গলবারে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫০০ মানুষ এবং মারা গেছেন ১ হাজার ১৭৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ৯৭৭ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ৮৪৯ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ১৬০ জন। এদিন বিশ্বে মোট ২ লাখ ৮৭ হাজার ৮৬১ জন নতুন করে করোনায় আক্রান্ত হন এবং মারা যান ৫ হাজার ৮৫১ জন। এ গতি মাসখানেক আগের চেয়ে কিছুটা কম।

সর্বশেষ খবর