বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রানা (৩৫)। গত ২৯ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে।

মৃতের স্ত্রীর অভিযোগ, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে মাসুদ রানার। তবে পুলিশ বলছে, মাদকসহ আটকের পর দীর্ঘক্ষণ মাদকসেবন করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মাসুদ। একপর্যায়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় তার। ময়নাতদন্তের জন্য গতকাল মাসুদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, কাঁচপুর পশ্চিম দেহাপুর এলাকায় নিজেদের বাড়িতে স্ত্রী রেহানা আক্তার এবং মারিয়া (১২) ও দেড় বছরের মুনতাহা নামের ২ মেয়েকে নিয়ে থাকতেন মাসুদ রানা। কাঁচপুর ফয়সাল রি-রোলিং স্টিল মিলে ওয়েলডিং মিস্ত্রির কাজ করতেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুলিস্তান এলাকা থেকে মাদকবিক্রেতা মাসুদকে ৩০০ পিস ইয়াবা বড়িসহ আটক করে পল্টন থানা পুলিশ। তিনি মাদক বিক্রির পাশাপাশি মাদকাসক্তও ছিলেন। থানা হেফাজতে দীর্ঘক্ষণ মাদকসেবন করতে না পারায় তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ খবর