শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

-মো. মুনসুর আহম্মেদ

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মুনসুর আহম্মেদ বলেছেন, আওয়ামী লীগ জন- কল্যাণমুখী রাজনৈতিক দল। করোনায় মানুষের সেবা করার সুযোগ কাজে লাগিয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মীরা ত্রাণসামগ্রীসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ নিয়ে রাত-দিন মানুষের পাশে ছিল। করোনার শুরু থেকে জেলা আওয়ামী লীগ লক্ষাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে। মধ্যবিত্ত অনেক পরিবার মানুষের কাছে হাত পাততে পারে না, তাদের তালিকা করে গোপনে বাড়িতে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও ঈদ উপহার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। দলীয় এমপি, জেলা ও উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের সহায়তা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন সাতক্ষীরা সদরের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ কয়েকজন নেতা-কর্মী। করোনায় মারা গেছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবদুল গনি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদসহ কয়েকজন।

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক মুনসুর আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো কোন্দল ও বিভেদ নেই। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে। আগামী ইউপি নির্বাচনে জেলার ৭৮টি ইউনিয়নে দলীয় প্রার্থীরা যাতে জয়যুক্ত হতে পারে সেজন্য সাংগঠনিক ও জনকল্যাণমুখী কর্মকান্ড জোরদার করা হয়েছে। তিনি বলেন, দলের মধ্যে সন্ত্রাসী, মাদকসেবী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। সম্প্রতি সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর