শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক দলের বিচ্ছিন্ন কর্মকাণ্ড আরেক দল পাশেই ছিল না

-শাফি আহমেদ

এক দলের বিচ্ছিন্ন কর্মকাণ্ড আরেক দল পাশেই ছিল না

সাতক্ষীরা জেলা জনসমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাফি আহমেদ বলেছেন, করোনাকালে জেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ত্রাণ-তৎপরতা জনগণের প্রশংসা কুড়িয়েছে। সরকারদলীয় এমপি এবং উপজেলা চেয়ারম্যানরা ঘরে ঘরে খাদ্য সহায়তা ছাড়াও অর্থনৈতিকভাবে ভেঙেপড়া পরিবারগুলোকে নগদ টাকা দিয়েছে। এর বাইরে বিভিন্ন ছাত্র-সংগঠন, প্রতিষ্ঠান, সাতক্ষীরা জেলা সমিতি, সেঞ্চুরি এবং যুব একাডেমিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং পুলিশ প্রশাসনের ব্যক্তি অর্থায়নে খাদ্যসামগ্রী, স্বাস্থ্য উপকরণ ও নগদ অর্থ বিতরণ বেশ সাড়া ফেলেছে। করোনায় আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতার মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সদরের এমপি মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, জেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোকে ত্রাণ-তৎপরতায় খুব বেশি পাশে পায়নি অসহায় মানুষ। এক কথায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে জেলা বিএনপি। বিএনপির দু-একজন নেতা ছাড়া কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতাকে কাছে পায়নি সাতক্ষীরা জেলার মানুষ। জেলার অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী দীর্ঘ বন্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 তিনি বলেন, তার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ উপকূল। বাঁধ ভেঙে নদীর জোয়ারে ভাসছে দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের মানুষ। পর্যাপ্ত ত্রাণ, বাসস্থান ও খাবার পানির সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে পারেনি প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। এই সময়ে যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকান্ডে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কর্মকান্ড। বহিরাগতদের দলে পদ-পদবি দেওয়া, হাইব্রিড আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নানামুখী বিতর্কিত কর্মকান্ডে সাতক্ষীরার সাধারণ জনমনে বিরূপ প্রভাব পড়েছে। সমাজের চিহ্নিত দুর্বৃত্ত নাশকতার আসামিরাও রাজনীতিতে ঠাঁই করে নিচ্ছে।

সর্বশেষ খবর