শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
আল্লামা শফীর মৃত্যুতে শূন্য

বেফাক সভাপতি হতে রাজনৈতিক পদ ছাড়ছেন আগ্রহীরা

শফিকুল ইসলাম সোহাগ

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর মধ্য দিয়ে অনেকগুলো সংগঠন ও প্রতিষ্ঠানের শীর্ষপদ শূন্য হয়েছে। বিশেষ করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাকের সভাপতি পদটি কে পেতে যাচ্ছেন সেটাই এখন আলোচিত হচ্ছে। আগামী ৩ অক্টোবর বেফাকের আমেলার বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই সভাপতির শূন্য পদ পূরণ করে সংগঠনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হবে। নিয়মানুযায়ী যিনি বেফাকের প্রধান হবেন  তিনিই পদাধিকার বলে হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান নির্বাচিত হবেন। বেফাকের বর্তমান মহাসচিবও তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ বেফাকের এই শীর্ষপদগুলোতে আসতে পারবেন না। সেজন্য পদ আগ্রহী যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত তারা রাজনৈতিক পদ-পদবি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ এই দুটি পদে কে বসতে যাচ্ছেন তা নিয়ে কৌতূহল রয়েছে সবখানে।

জানা যায়, বেফাক দেশের আলেম-উলামা এবং মাদ্রাসা ছাত্রদের বৃহত্তম প্রতিষ্ঠান। বেফাক নামে শিক্ষাবোর্ড হলেও শিক্ষাসংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এ প্রতিষ্ঠানের অধীনে। প্রচলিত রীতি অনুযায়ী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধানই সরকার স্বীকৃত সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলুয়া লিল-জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান নিযুক্ত হন। এ সংস্থার অধীনে রয়েছে আরও পাঁচটি শিক্ষা বোর্ড। বেফাকের সদর বা সভাপতি নির্বানের বিষয়ে সংগঠনটির গঠনতন্ত্রে পরিষ্কারভাবে চারটি মূলনীতি দেওয়া আছে। চার নম্বর মূলনীতি অনুযায়ী কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা বা সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত বা একাধিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বা দায়িত্বশীল, এমন কোনো ব্যক্তি এ প্রতিষ্ঠানের জন্য সদর বা প্রধান হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। জানা গেছে, বেফাক সভাপতির শূন্যপদ পূরণের জন্য আগ্রহীরা নানারকম তৎপরতা চালাচ্ছেন। তাদের মধ্যে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হুসাইন কাশেমী ও একই সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যাত্রাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই পদের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নাম আলোচনায় রয়েছে।

সর্বশেষ খবর