শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হাসপাতাল থেকে সিআরপিতে ইউএনও ওয়াহিদা

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এক মাস চিকিৎসা শেষে গতকাল হাসপাতাল ছেড়েছেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপিতে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, অপারেশন শতভাগ সফল হওয়ায় ওয়াহিদা খানম মাসখানেকের মধ্যেই কাজে ফিরতে পারবেন। তবে সে পর্যায়ে ফিরতে তাকে সপ্তাহ দুয়েক ফিজিওথেরাপি নিতে হবে। নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এর চেয়েও জটিল অপারেশন হয়। সবার সহযোগিতা পেলে দেশের রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। গতকাল দুপুর পৌনে ১টায় হুইল চেয়ারে করে নিচে নেমে আসেন ওয়াহিদা খানম। এরপর হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের অধ্যাপক জাহেদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার শতভাগ সফল হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এখন ভালো। শক্তি ফিরে এসেছে। সামান্য বাকি আছে। সে জন্য সিআরপিতে রেফার করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ। অবস্থা গুরুতর হওয়ায় পর দিন বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

সর্বশেষ খবর