শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে দুই মন্ত্রী

বিমানবন্দরে পড়ে আছে ১০ কোটি টাকার ওষুধ ছাড়পত্র দিচ্ছে না ঔষধ প্রশাসন অধিদফতর কিট সংকটে বন্ধ হচ্ছে বুথ

পঞ্চগড় প্রতিনিধি

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও রেলমন্ত্রী ও নূরুল ইসলাম সুজন। এ সময় পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে শিল্প স্থাপনার সম্ভাবনা যাচাইয়ের জন্য বিভিন্ন স্থান পরিদর্শনের অংশ হিসেবে গতকাল দুপুরে দুই মন্ত্রী বাংলাবান্ধা পৌঁছেন। পরে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের যৌথ আয়োজনে মতবিনিময় সভা হয়। সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাংলাবান্ধা সম্ভাবনাময় স্থলবন্দর। এই বন্দর দিয়ে চারটি দেশের বাণিজ্য চলে। পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এখানে উৎপাদিত পণ্য বাংলাবান্ধা দিয়ে আশপাশের দেশগুলোতে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা আসবে এবং বিপুল কর্মসংস্থান হবে। রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন,                 বাংলাবান্ধা স্থলবন্দরকে রেলের সঙ্গে সংযুক্ত করতে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের পর ডিপিপি তৈরির কাজ চলছে। আশা করছি শিগগিরই এ রেলপথ নির্মাণকাজ শুরু হবে। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবুল, পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী মন্ডল, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, আমদানি-রপ্তানিকারক আবু তোয়বুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর