রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংগঠন

-ইমেলদা হোসেন দিপা

মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংগঠন

সিরাজগঞ্জ ইসাবেলা ফাউন্ডেশনের নির্বাহী সচিব ইমেলদা হোসেন দিপা বলেছেন, প্রধানমন্ত্রী সংকটকালে মানুষের জানমাল রক্ষায় মুখ্য ভূমিকা রেখেছেন। করোনা ও বন্যায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানা হচ্ছে বলেই সংকট কেটে যাচ্ছে। ইসাবেলা ফাউন্ডেশন করোনায় কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার শুরু থেকেই মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ইসাবেলা ফাউন্ডেশন শহরের ১১ পয়েন্টে লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। মসজিদ ও রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেছে। স্বাস্থ্যকর্মীদের জন্য সিভিল সার্জন অফিসে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। জেলা সদরের সাংবাদিক ও ডাক্তারদের পিপিই দেওয়া হয়েছে। করোনায় কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, তেল, সাবান, স্যাভলনসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। তিনি জানান, করোনায় সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ১৬ হাজার পরিবারের মধ্যে চাল-ডাল, চিনি সাবান, আলু, দুটি ঈদে কর্মহীন মানুষের মধ্যে দুধ, পোলাওর চাল, তেল, লবণ বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ মানুষের মধ্যে নগদ টাকা, শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বাজার স্টেশন এলাকায় দরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যায় ইসাবেলা ফাউন্ডেশনের উদ্যোগে ১২ হাজার পরিবারের মধ্যে চাল, চিঁড়া, চিনি, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুখাদ্য, বিস্কুট, চিপস, চকলেট বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর