রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঈদের পর সর্বনিম্ন পরীক্ষা চার মাসে সর্বনিম্ন মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১১৮২, মৃত্যু ২০

নিজস্ব প্রতিবেদক

ঈদের পর সর্বনিম্ন পরীক্ষা চার মাসে সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৮ মে’র পর এটাই সর্বনিম্ন মৃত্যু। ওই দিন ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ১৮২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। এদিকে করোনা আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষা প্রতিনিয়ত কমছে। ঈদুল আজহার ছুটির দুই মাসের মাথায় গতকাল প্রথমবারের মতো নমুনা পরীক্ষা ১০ হাজারের নিচে নেমে এসেছে। এর আগে ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষার তথ্য জানানো হয়েছিল গত ৪ আগস্ট। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা ভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩২৫ জনের। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৬ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ১২ জন ঢাকা, ৩ জন চট্টগ্রাম, ৩ জন রংপুর এবং ১ জন করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। সুস্থ ও মৃত রোগী বাদ  দিলে বর্তমানে দেশে শনাক্ত হওয়া সক্রিয় করোনা রোগী আছে ৮২ হাজার ১৭১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৫৩ জন। বাকি ৭৯ হাজার ২১৮ জনই চিকিৎসা নিচ্ছেন বাড়িতে থেকে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর