রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দাহ্য পদার্থে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দাহ্য পদার্থ ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেফতার যুবকের নাম মুরাদ হোসেন (৩০)। তার বাবার নাম রাফিকুল ইসলাম। মুরাদ পেশায় একজন ট্রাকের হেলপার।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়ির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে স্ত্রী মাহবুবা খাতুনের (১৫) মুখ ঝলসে দেওয়া হয়। মাহবুবা তার মা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। তার মা শেফালি বেগমের দাবি, দাহ্য পদার্থ ছুড়ে পালানোর সময় তিনি তার মেয়েজামাই মুরাদকে জানালার পাশে দেখেছেন। ঘটনার পর ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর রাতে মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন শেফালি বেগম। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার এজাহারে বলা হয়েছে, মুরাদ অ্যাসিড ছুড়ে মাহবুবার মুখ ঝলসে দিয়েছেন। র‌্যাব-৫-এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এ টি এম মাইনুল ইসলাম জানান, গণমাধ্যমে সংবাদ দেখেই তারা মুরাদকে আটকের জন্য তৎপর হয়ে ওঠেন। মুরাদ সারা দিন গা ঢাকা দিয়ে থাকলেও রাতে বাড়ি ফেরেন। এর পরই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চাননি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকতেন তিনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করেন মুরাদ। রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, দাহ্য পদার্থে মাহবুবার মুখের বাঁ দিক পুরোটা পুড়ে গেছে। এ ছাড়া গলা ও বাঁ হাতের কনুই পুড়েছে। তার চিকিৎসা চলছে। মাহবুবা এখন শঙ্কামুক্ত। তবে সুস্থ হয়ে উঠতে কিছুদিন সময় লাগবে।

সর্বশেষ খবর