রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
মিন্নিসহ ছয় আসামির ফাঁসি

ডেথ রেফারেন্সের নথি যাচ্ছে হাই কোর্টে

নিজস্ব প্রতিবেদক

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদন্ডের রায়ের সমস্ত নথি ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসছে আজ। বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে গতকাল রাতে নথিপত্র হাই কোর্টের উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদন্ড হলে সেই দন্ড অনুমোদনের জন্য মামলার রায়সহ যাবতীয় নথি হাই কোর্টে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। হাই কোর্টে এ মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে অন্তর্ভুক্ত হয়। নথিপত্র আসার পর হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়।

২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী মিন্নিকে। পরে সাক্ষী থেকে মামলার আসামি হন মিন্নি। বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া রায়ে নিহত রিফাতের স্ত্রী মিন্নি, রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসানকে মৃত্যুদন্ড দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় চার আসামিকে। ওই রায় প্রদানের সাত কার্যদিবসের মধ্যে দন্ডিত আসামিদের আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়। সেই মোতাবেক আসামিরা জেল আপিল করার সুযোগ পাবেন। পরবর্তীকালে রায়ের সত্যায়িত অনুলিপি পেয়ে নিয়মিত আপিল দায়ের করতে পারবেন ফাঁসির ছয় আসামি।

সর্বশেষ খবর