রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

বেনাপোল দিয়ে ১০ লাখ কেজি ইলিশ গেল ভারতে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১০ লাখ কেজি (১ হাজার টন) ইলিশ। যা থেকে সরকারের আয় হয়েছে ৯ কোটি ৯৭ হাজার ১২০ ডলার। গত ১৯ দিনে এই মাছ ভারতে রপ্তানি হয়েছে বলে বেনাপোল কাস্টমসের একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, দুর্গাপূজাসহ দুদেশের বাণিজ্যকে গতিশীল করতে বন্ধুপ্রতিম দেশ ভারতে ১ হাজার ৪৪৫ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ১৪ সেপ্টম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে  ১০ ডলারে। সংশ্লিষ্ট বিভাগের হিসাব অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ভারতে গেছে ১ হাজার মেট্রিক টন  ইলিশ, যা থেকে সরকারের আয় হয়েছে ৯ কোটি ৯৭ হাজার ১২০ ডলার। বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ভারতে ইলিশ রফতানি হওয়ায় অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। মাছের উৎপাদন ও মজুদ বাড়লে বাজারে ইলিশের দাম কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর