সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

-চন্দন কুমার পাল

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা মহামারীতে শেরপুর আওয়ামী লীগ ছিল স্বতঃস্ফূর্ত। এই যুদ্ধে অন্য কোনো দল বা নেতাকে পাওয়া যায়নি। বিএনপি এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েন্ডেন্ডেছ। করোনার কারণে কাজ হারানো মানুষ বা করোনায় আক্রান্ত পরিবারের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ ছিল। প্রত্যন্ত অঞ্চলেও আওয়ামী লীগ ছিল মানুষের পাশে। মধ্যবিত্তদের বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয়ভাবে জেলার অন্তত অর্ধ লাখ মানুষকে সরাসরি সহযোগিতা দিয়েছে আওয়ামী লীগ। করোনা সতর্কতায় সব ধরনের প্রচারণায় আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। তিনি বলেন, দলের বেশ কিছু তরুণ নেতার ব্যক্তিগত তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এখানে কোনো দলমত বিবেচনা করা হয়নি। বিরোধী মতের কেউ সহযোগিতা চাইলেও সহায়তা করা হয়েছে। করোনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগই জনগণের দল। সংসদ সদস্যগণ ব্যক্তিগত ও দলীয়ভাবে সহযোগিতা করে গেছেন।  তিনি বলেন, সহযোগিতার খরচ এসেছে নেতা-কর্মীদের ব্যক্তিগত তহবিল থেকে। কোথাও থেকে দুই টাকার চাঁদা নেওয়া হয়নি। জেলা ছাত্রলীগকে নিয়ে কৃষকের ধান কাটায় ব্যাপক সহযোগিতা করা হয়েছে। আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি শহরে হাত ধোয়ার সাবান, পানি ও বেসিন স্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর