সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কভিড হাসপাতালের ৭৬ ভাগ শয্যা খালি

২৪ ঘণ্টায় শনাক্ত ১১২৫, মৃত্যু ২৩

নিজস্ব প্রতিবেদক

কভিড হাসপাতালের ৭৬ ভাগ শয্যা খালি

দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ৭৬ দশমিক ৩২ শতাংশ শয্যাই খালি পড়ে রয়েছে। শনাক্ত হওয়া করোনা রোগীর মাত্র ৩ দশমিক ৫৫ শতাংশ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। ৯৬ দশমিক ৪৫ শতাংশ রোগীই চিকিৎসা নিচ্ছেন বাড়িতে থেকে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ১২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। সুস্থ ও মৃত রোগী বাদ দিলে দেশে বর্তমানে শনাক্ত হওয়া সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮১ হাজার ৬৮৬ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাত্র ২ হাজার ৯০১ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭৮ হাজার ৭৮৫ জন। দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোয় আইসিইউ ও সাধারণ শয্যাসহ মোট শয্যা আছে ১২ হাজার ২৫১টি। এর মধ্যে খালি রয়েছে ৯ হাজার ৩৫০টি। নমুনা পরীক্ষা কমে যাওয়ায় সুস্থতার হার ঊর্ধ্বমুখী দেখালেও করোনা সংক্রমণের ৩৯ সপ্তাহের তুলনায় ৪০তম সপ্তাহে (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) সুস্থতার হার কমেছে ২১ দশমিক ৫৩ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণ ও চিকিৎসা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, গতকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার দাঁড়ায় ৭৬ দশমিক ৩৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। করোনা সংক্রমণের ৩৯ সপ্তাহের তুলনায় ৪০তম সপ্তাহে (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) নমুনা পরীক্ষা কমেছে ৯ দশমিক ০৫ শতাংশ, শনাক্ত কমেছে ৭ দশমিক ৭০ শতাংশ, সুস্থতা কমেছে ২১ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যু কমেছে ৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী। ২২ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১২ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন চল্লিশোর্ধ্ব এবং ১ জন করে ছিলেন ৩১ থেকে ৪০, ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছর বয়সসীমার। এর মধ্যে ১৭ জন ঢাকা, ২ জন রংপুর এবং ১ জন করে ছিলেন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর