মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় দরপতন

আগের দিন সামান্য উত্থানের পর গতকাল বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। সূচক কমেছে ৫০ পয়েন্টের বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে।

জানা গেছে, লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ   নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। ফলে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। সময় বাড়ার সঙ্গে সূচকের নিম্নমুখী প্রবণতা বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে ৬৫ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। কমেছে ২৬৩টি এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৯  কোটি ৩৭ লাখ টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ালটনের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পাটির ৬৫ টাকা বেড়ে সর্বশেষ শেয়ার দর ছিল ৯৪০ টাকা ৪০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২৯  কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭  কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে থাকে বেক্সিমকো লিমিটেড। এ ছাড়া  লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল- রিপাবলিক ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, রূপালী ইনস্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯০টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর