মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সৌদির টিকিটে নতুন নিয়ম

শিথিল হলো পরিবহন সীমা

নিজস্ব প্রতিবেদক

সৌদির টিকিটে নতুন নিয়ম

টিকিটের জন্য অপেক্ষায় সৌদিপ্রবাসীরা। ছবিটি গতকাল রাজধানীর কারওয়ানবাজারে সোনারগাঁও হোটেলের সামনে থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

সৌদি আরবে ফেরার টিকিট দেওয়া নিয়ে বিক্ষোভের পর নতুন নিয়ম চালু করেছে সাউদিয়া এয়ারলাইনস। ভোগান্তিতে থাকা প্রবাসীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকিট দেওয়া শুরু করেছে তারা। আগামী তিন দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা কোনো টোকেন না থাকলেও সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারছেন। টিকিট দেওয়ার নতুন ব্যবস্থা চালুর পর গতকাল সকাল থেকে ঢাকার কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁওয়ে সাউদিয়া এয়ারলাইনসের টিকিট কান্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে। অন্যদিকে টিকিট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে। ফলে এখন বেশিসংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইনস দুটি। জানা যায়, কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইনসের কাউন্টারে গতকালও কয়েক শ টিকিটপ্রত্যাশী উপস্থিত ছিলেন। তবে আগের দিনগুলোর তুলনায় পরিস্থিতি ছিল বেশ শান্ত। কারণ গতকাল বেলা ১১টার দিকে মোরশেদ আলম নামে একজন কর্মী লাউড স্পিকারে ঘোষণা দেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা অন্যান্য কাগজপত্র সঠিক থাকলে এখনই টিকিট সংগ্রহ করতে পারবেন। অপেক্ষমাণদের মধ্যে এমন কেউ থাকলে ভিতরে চলে আসুন। আগামী তিন দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। মোরশেদ বলেন, যারা ভিসার মেয়াদ, ফোন নম্বর ও পুরনো টিকিটের তথ্য দিয়ে ফরম পূরণ করেছিলেন, তাদের টিকিটের খবর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা ফরমটি পূরণ করেননি তারা এখনো পূরণ করতে পারেন। তবে সাউদিয়ার সেলস ম্যানেজার ওমর খইয়াম বলেছেন, অগ্রিম টিকিটের কী পরিমাণ যাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে তার সঠিক তথ্য ঢাকা অফিসের জানা নেই। ফলে যাত্রীর চাপ বেড়ে গেলে ঘোষিত সিদ্ধান্তেও পরিবর্তন আসতে পারে। বগুড়া থেকে আসা সোয়াইব বলেন, ‘আজকেসহ (গতকাল) মোট আট দিন কেটেছে হোটেল সোনারগাঁওয়ের ফুটপাথে। আজ শুনলাম আমি টিকিট পাব আরও কয়েকদিন পরে। কিন্তু তাদেরও তো শুধু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে! নিশ্চিন্ত হই কীভাবে?’ পরিবহন সীমা শিথিল : প্রবাসীদের ফেরার টিকিট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে। গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনের জন্য অপেক্ষমাণ বাংলাদেশিদের দুরবস্থা নিরসনে ফ্লাইটে যাত্রী বহনের সর্বোচ্চ সীমা (প্রশস্ত বিমানের জন্য ২৬০, অপ্রশস্ত বিমানের জন্য ১৪০) ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান ও সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটের ক্ষেত্রে ২৪ অক্টোবর পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে বিধি শিথিলের সুযোগ নিয়ে বিমান সংস্থা দুটি অপেক্ষমাণ যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে বেবিচক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর