মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ড. ইউনূসের বিরুদ্ধে করা পাঁচ মামলার স্থগিতাদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা পাঁচ মামলায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আলাদা পাঁচ আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়। ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। উল্লেখ্য, গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে এসব মামলা করেন তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিন কর্মচারী। মামলার অন্য বিবাদীরা হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপমহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন। মামলায় অভিযোগ করা হয়, ‘শ্রমিক হিসেবে নিজেদের সংগঠিত হওয়া ও নিজেদের কল্যাণের জন্য ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন তারা। ইউনিয়ন গঠনের খবর জানার পর তাদের চাকরিচ্যুত করা হয়।’

তাই বাদীরা শ্রমিক হিসেবে বাংলাদেশ শ্রম আইনের ৩১৩ ধারায় ইউনিয়ন গঠন ও তার কার্যকলাপ পরিচালনার জন্য এ মামলা করেন। এসব মামলায় জামিন নেওয়ার পর মামলা বাতিলে হাই কোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ খবর