বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন অনেকে

-শফিউল হক মিঠু

মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন অনেকে

পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু বলেছেন, পিরোজপুরে রাজনৈতিক দল, জেলা প্রশাসন করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছে। আওয়ামী লীগে দলাদলি থাকলেও প্রত্যেক উপজেলায় তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মানুষ যখন চরম মানবিক সংকটে তখন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানবিকতার উদাহরণ তৈরি করেছেন। অসহায় কৃষকের ধান কেটে দেওয়া ও ঘরে ঘরে খাদ্যসামগ্রী তারা পৌঁছে দিয়েছে। জেলা আওয়ামী লীগ ত্রাণ কার্যক্রম ও নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ সংকটের সময় দলীয় ও ব্যক্তিগতভাবে কয়েক দফায় কর্মহীন ও অসহায় মানুষকে সহয়তা করেছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক ব্যক্তিগত নিম্ন মধ্যবিত্ত ও অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছেন। কাউখালী উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নার পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর