বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

৪০ ভাগের কম নমুনা পরীক্ষা ঢাকার বাইরে

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৯৯, মৃত্যু ৩০

নিজস্ব প্রতিবেদক

৪০ ভাগের কম নমুনা পরীক্ষা ঢাকার বাইরে

দেশের মোট জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি মানুষ বাস করে ঢাকার বাইরে। আর করোনা রোগী শনাক্তে ঢাকার বাইরে নমুনা পরীক্ষা হচ্ছে ৪০ ভাগের কম। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষার মাত্র ৩১ দশমিক ১৯ শতাংশ হয়েছে ঢাকার বাইরে, আর ঢাকার ভিতরে পরীক্ষা হয়েছে ৬৮ দশমিক ৮১ ভাগ নমুনা। এখন পর্যন্ত সারা দেশের ২০ লাখ ১৩ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষার ৬১ দশমিক ১২ শতাংশ হয়েছে ঢাকায়। ৩৯ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষা হয়েছে ঢাকার বাইরে সারা দেশে। দেশের ৩৬টি জেলায় এখন পর্যন্ত করোনা পরীক্ষার কোনো ল্যাবই নেই। ফলে করোনার উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষার সুযোগ মিলছে না গ্রাম বা মফস্বলের মানুষের। বিশেষজ্ঞরা মনে করছেন, পরীক্ষা না হওয়ায় রাজধানীর বাইরের অনেক করোনা রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে। তারা রোগ ছড়াচ্ছে। সেই সঙ্গে দেশে করোনা সংক্রমণের প্রকৃত চিত্র উঠে আসছে না। এদিকে ঢাকার ভিতরে পরীক্ষা বেশি হওয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যাও বেশি ঢাকায়। যে কারণে শনাক্ত হওয়া করোনা রোগী মৃত্যুর হারও বেশি ঢাকায়। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ৫ হাজার ৪০৫ জনের ৫০ দশমিক ৪৯ শতাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। সারা দেশে এখনো প্রতিদিন অনেক মানুষের মৃত্যু হচ্ছে করোনা উপসর্গে, যাদের কারও কারও মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হচ্ছে, কারও আবার পরীক্ষাই হচ্ছে না। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৯ জনের। শনাক্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ। নমুনা পরীক্ষার ৮ হাজার ৪৯৪টি হয়েছে ঢাকার ভিতরে, ৩ হাজার ৮৫১টি হয়েছে ঢাকার বাইরে সারা দেশে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩০ জনের। এর মধ্যে শুধু ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন ১৯ জন (৬৩ দশমিক ৩৩ শতাংশ)। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১০ জন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ১৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ২ জন চল্লিশোর্ধ্ব, ২ জন ত্রিশোর্ধ্ব, ১ জন ২১ থেকে ৩০ বছর ও ১ জন ১১ থেকে ২০ বছর বয়স সীমার। এর মধ্যে ১৯ জন ঢাকা, ৪ জন চট্টগ্রাম, ২ জন করে খুলনা, বরিশাল ও রংপুর এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর