বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হাওরের একটি ধানও নষ্ট হতে দিইনি

-আশরাফ আলী খান খসরু

হাওরের একটি ধানও নষ্ট হতে দিইনি

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, করোনায় আমাদের দলীয় কর্মকান্ড বন্ধ ছিল। তবে মানুষের পাশে থাকার নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর, যাতে মানুষ কষ্ট না পান। সেজন্য কর্মীরা মাঠে কাজ করেছে। গ্রামে এবং শহরে ছুটে গিয়েছে। কৃষকের ধান কেটে দিয়েছে। মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেন, আমাদের এই ভাটি অঞ্চলে ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের আমরা হারভেস্টার মেশিন দিয়েছি; যাতে পানিতে ধান তলিয়ে না যায়। কোনো অবস্থাতেই একটি ধানও যাতে নষ্ট না হয় সেই নির্দেশনাই দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী। আমরা সেভাবেই পাহারাদারি করেছি। এ বছর হাওরে বন্যার পানি অথবা বাঁধ ভেঙে যাওয়ার আগেই ধান কাটতে কৃষকের সঙ্গে আমাদের কর্মিবাহিনী কাজ করেছে। কৃষিমন্ত্রীসহ আমরা নিজে হাওরের ধান কাটতে গিয়েছি। কৃষকের একটি ধানও নষ্ট হতে দেইনি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনায় যাতে মানুষ অভুক্ত না থাকে সেজন্য পর্যাপ্ত ত্রাণ দিয়েছি। মানুষ যাতে নিগৃহীত না হয় সেদিকে লক্ষ্য রেখেছি। এখন ধীরে ধীরে রাজনৈতিক কর্মকান্ড শুরু হচ্ছে। করোনাকালে সচেতনতা এবং সামাজিক দূরত্ব মেনেই দলীয় কর্মসূচি শুরু হচ্ছে। ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিসহ বিভিন্ন কমিটির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুরো দলেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। দলে কোনো কোন্দল নেই। যা রয়েছে তা নেতৃত্বের প্রতিযোগিতা মাত্র। আজকে মনোমালিন্য হয়েছে তো কালকে গলায় গলায় মিলে কাজ হবে।

সর্বশেষ খবর