বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রসায়নে নোবেল জয় দুই নারী বিজ্ঞানীর

প্রতিদিন ডেস্ক

রসায়নে নোবেল জয় দুই নারী বিজ্ঞানীর

এ বছর যৌথভাবে রসায়নে নোবেল জিতে নিলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী  জেনিফার এ ডৌডানা। গতকাল সুইডেনের রাজধানী স্টকহোমে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন এই দুই বিজয়ী নারীর নাম ঘোষণা করেন। সূত্র : রয়টার্স, বিবিসি। জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুুরুষ সহকর্মী ছাড়া রসায়নে শুধু দুই নারীর যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়ার ঘটনা এটাই প্রথম। পুরস্কার হিসেবে ১ কোটি ক্রোনার সমমূল্যের অর্থ তারা ভাগাভাগি করে নেবেন। এর আগে মাত্র পাঁচজন নারী রসায়নে নোবেল পেয়েছেন। তারা হলেন মেরি কুরি (১৯১১), জ্যালিয়ট কুরি (১৯৩৫), ডরোথি ক্রফউট হকিং (১৯৬৪), অ্যাডা আ ইয়োনাথ (২০০৯) এবং এইচ আর্নল্ড (২০১৮)। এবার সে কাতারে  যোগ হলো আরও দুই নারীর নাম। বর্তমানে জার্মানির বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ের প্যাথোজেন শাখার পরিচালক হিসেবে নিয়োজিত আছেন কার্পেন্টার। আর জেনিফার এ ডৌডানা যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। কার্পেন্টার ও  ডৌডানার আবিষ্কৃত জিনোম সম্পাদনা প্রযুক্তির নাম হলো ক্রিসপার-ক্যাস নাইন জেনেটিক সিজারস। জীবিত কোষে থাকা ডিএনএ’র মধ্যে সুনির্দিষ্ট ও সংক্ষিপ্ত পরিবর্তন আনার একটি উপায় এটি। কার্পেন্টার পুরস্কার প্রাপ্তির খবরে আবেগী হয়ে পড়েন। তিনি বলেন, ‘যখন এ রকম কিছু ঘটে তখন খুব অবাক লাগে। মনে হয়, যা ঘটছে তা সত্যি নয়। অথচ এটি হয়তো বাস্তব।’

সর্বশেষ খবর